Slogan Lyrics & Tabs by Towfique & Faisal Roddy

Slogan

guitar chords lyrics

Towfique & Faisal Roddy

Album : Dashotto bangla PlayStop

আসবেই জেনো সুদিন আবার, মুছে ফেলো জল
তুমি চোখের কোনে তোমার
বোবা ভাষা নেই, কেনো আশা নেই?

তাইতো তোমার লক্ষী ছেলের হাতে হাতিয়ার
তোমার ছেলেরা মাগো থাকবেনা পরাধীন আর
ডরেনা সে শকুনী শাসন সব্বাই সাবধান হুশিয়ার
দেশ দ্রোহী বাংলা ছাড়, পাক প্রেমী বাংলা ছাড়
ভারত দালাল বাংলা ছাড়, সব রাজাকার বাংলা ছাড়
দিন- বদলের সপ্ন বুকে, প্রজন্মই ভাংবে দেয়াল
মানবতার মুক্তিযুদ্ধে প্রেম হোক হাতিয়ার।
যদি বলি মেকি এই বেচে থাকা
বন্দি তুমি, বন্দি আমি, নানালোভে বাঘবন্দি
আলগোছে ছদ্দবেশে, বুরজূয়ারা আশেপাশে
ল্যাজে ল্যাজে প্রেম ছলে খ্যালে কুকুর- বিড়াল
তোর অর্থের ঢেঊ, ক্ষমতার ঘেউ ঘেউ

আলগোছে ছদ্দবেশে, বুরজূয়ারা আশেপাশে
ল্যাজে ল্যাজে প্রেম ছলে খ্যালে কুকুর- বিড়াল
তোর অর্থের ঢেঊ, ক্ষমতার ঘেউ ঘেউ
পা-চাটার মিউ মিউ, চেটে পার পাবিনা কেউ
ক্ষুধা পেটে আছে কতো অনাহারি চুক্তি!
এই কি স্বাধীনতা? চাই সত্যের মুক্তি
পোড়া রাজনীতি যত যন্তর-মন্তর!
পোটা পেটে আমলা হাটে বেশ মন্থর
ফাটাফুটা কালোজুতা খাদ্য আমার
আর তুমি শালা বুরজুয়া বাহারী আহার!
দে এক খোচা কলমে পুরো দেশটাইতো খাবার
জনগণকেতো কেনা যায়, মাপা চাল দাবার
আমায় সত্যিকারের মুক্তি কথা শোনাও
যেখানে নেই কোনো বিভেদ – ব্যাবধ্যান
শীতে থরথর কাপছে দেশ,
অর্ধ নগ্ন শিশুর পড়নে ছেড়া বসন
রাস্তাপাড়ে আগূণ জোলছে,
উষ্ণতা খোঁজে কিছূ জীর্ণ মানুষ
আমিতো সুখে থাকলেই হল
আবার যাই কম্বলের নীচে
আরাম আরাম …!!

More tracks of "Towfique & Faisal Roddy"

Like us on Facebook.....
-> Loading Time :0.0076 sec