Game Lyrics & Tabs by Towfique & Faisal Roddy

Game

guitar chords lyrics

Towfique & Faisal Roddy

Album : Rajotto bangladesh PlayStop

চন্দ্রজলে আকাশ ভেজে সপ্তর্ষি নাম,
তোমার রঙে রঙে আমি সেই আমারই বদনাম।
সারাবেলা অবহেলা শেষে এসে থমকে,

পুরাতন মোড়কে প্রেম যে দিল চমকে,
জীবন যেখানে যেমন তেমনই চলছে,
কথা যা ছিল বলার হৃদয়েতা জ্বলছে
কবিতারই খেয়ালে, বিষাদের ছোবলে,
জ্বলন্ত অনলে, কাঁপিয়ে পড়ছে,
জীবন যেন এক ঘন ঘোর নেশা,
বাঁচো বাঁচাও এটা দুরাশা।
জাতে পাতে ভেদাভেদে হেরে-জিতে কালে ভেসে,
আশনি সুরেতে মজে শেষ দিবসে দর কষে,
ছায়া-কায়া-মায়া মোহেতে মিশ্র-
চর্বিত চর্বণে খর্বিত মোনানন্দ।
জীবনের দেয়ালে, প্রহসন আড়ালে,

ছায়া-কায়া-মায়া মোহেতে মিশ্র-
চর্বিত চর্বণে খর্বিত মোনানন্দ।
জীবনের দেয়ালে, প্রহসন আড়ালে,
তোমারই আঁচলে, কাঁটারা দুলছে।
জীবন যেন এক মনঘোর নেশা,
বাঁচো বাঁচাও দূর দুরাশা।

More tracks of "Towfique & Faisal Roddy"

Like us on Facebook.....
-> Loading Time :0.0080 sec