Chhera Shopno Lyrics & Tabs by Aurthohin

Chhera Shopno

guitar chords lyrics

Aurthohin

Album : Aushomapto I bangla PlayStop

পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চূড়ার একটুখানি বরফ
নীল আকাশে ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ

কিংবা আধাঁর রাতের তারায় লিখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরুভূমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলতে, কোথায় ঐ দূর আকাশের শেষ??
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোলতাবোল অন্য রকম অনূরোধ
পারবে দিতে সেগভিয়ার মিষ্টি ঐ হাত দু'টো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী

পারবে দিতে সেগভিয়ার মিষ্টি ঐ হাত দু'টো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি
পারবে দেখাতে আমায় ব্যর্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষ যাত্রায় হাসিমুখ??
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোলতাবোল অন্য রকম অনূরোধ
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোল তাবোল অন্য রকম অনূরোধ
চাইবো শুধু দুটি জিনিষ যদি তুমি পারো দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে
হারিয়ে.

Like us on Facebook.....
-> Loading Time :0.0076 sec