Amaro Porano Jaha Chay Lyrics & Tabs by Indrani Sen

Amaro Porano Jaha Chay

guitar chords lyrics

Indrani Sen

Album : Aapon Hote Bahir HoyePlayStop

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে আর কিছু নাহি চায় গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি, দীর্ঘ বরস-মাস যদি আর কারে ভালবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়।।


Like us on Facebook.....
-> Loading Time :0.0064 sec