Megh Boleche Jabo Jabo Lyrics & Tabs by Indrani Sen

Megh Boleche Jabo Jabo

guitar chords lyrics

Indrani Sen

Album : Parash Thakuk bangla PlayStop

মেঘ বলেছে যাব যাব,
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।

দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই।।

Like us on Facebook.....
-> Loading Time :0.0063 sec