Aaj Aabar Sei Pathe Lyrics & Tabs by Indrani Sen

Aaj Aabar Sei Pathe

guitar chords lyrics

Indrani Sen

Album : Kato Gaan Haralam bangla PlayStop

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো…

বলো ভালো আছো তো ।।
ক'দিন আগে এমন হলে
ক'টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো…
বলো ভালো আছো তো ।।
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই

জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো…
বলো ভালো আছো তো ।।

Like us on Facebook.....
-> Loading Time :0.0088 sec