Mohora Lyrics & Tabs by Cryptic Fate

Mohora

guitar chords lyrics

Cryptic Fate

Album : Mohora heavy metal PlayStop

আমি যে পথে চলছি
জানি না কোথা যায়
আমার সামনে যে দুয়ার

কি আছে ওপাশটায়
আজ আমার হাতের মুঠোয়
মরনাস্ত্রের সম্ভার
যমদূতকে বলে দিয়েছি
আমি মৃত্যুর হাতিয়ার
দেখ ওই আকাশে
তোমার আমার হাসি ছোটে
শত কষ্টের আড়ালে
মহড়াতে মুছে যাবে পুরনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম
কে কোথা থেকে এসেছে
কার কি যে পরিচয়

যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম
কে কোথা থেকে এসেছে
কার কি যে পরিচয়
অচেনা লোকের ভীড়ে
চেতনার মুক্তি হয়
সারা দিন সারা রাত খেটে যাই নিজেকে তৈরি করব বলে
ক্রমশ মিশে যাই নিজেকে খুজে পাই
যোদ্ধার আবরনে
দেখ ওই আকাশে
তোমার আমার হাসি ছোটে
শত কষ্টের আড়ালে
মহড়াতে মুছে যাবে পুরনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম
লুকোচুরি, দৌড়োদৌড়ি, সামরিক অনুশীলন
ফাটা রোদে, ভেজা স্রোতে, মরনের শিহরণ
এরই মাঝে দেখি জ্বলে ওঠে ভ্রাত্রিত্বের কোলাহল
এরই মাঝে হয়ে উঠি, অদম্য, চঞ্চল
লৌহ পেটানো শরীরের মাঝে আজ আগ্নেয়গিরির স্রোত
ঝঞ্ঝার মত উদ্দাম হয়ে গেছি, কে ঠেকাবে আমার ক্রোধ
দেখ ওই আকাশে
তোমার আমার হাসি ছোটে
শত কষ্টের আড়ালে
মহড়াতে মুছে যাবে পুরনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম

Like us on Facebook.....
-> Loading Time :0.0113 sec