Danob Lyrics & Tabs by Cryptic Fate

Danob

guitar chords lyrics

Cryptic Fate

Album : DanobPlayStop

আমার সাথে আসবে নাকি ভেবে দেখ
রক্তের মধ্যে মিশে আছে রাজতন্ত্র
দেশের সাথে লড়ছি আমি দেশের আর্তনাদ

জন মতের সাথে আমার প্রতিবাদ
অট্টহাসি পেয়ে বসে তোমার কাণ্ড দেখে
মিষ্টি মধুর কথা শুনে কত সহজে যাচ্ছ বেঁকে
রাজতন্ত্রকে যন্ত্র হিসেবে শোষনে লাগিয়েছি
ভরন পোষন করে আমি কত সন্ত্রাসী পুষেছি
আমার করাল হাতের মুঠোয় শান্তির আবরনে
নিজেকে জড়িয়ে রাখার স্বপ্ন আর দেখো না
মানুষ হয়ে জন্মেছি তবু তাতে কিছু হয়নি
ধর্ম কর্ম শিক্ষা শাস্ত্র সবই ছেড়ে দিয়েছি
শুধু অর্থ আর ক্ষমতার লোভ আমায় করে বস
নৃশংস দানব আমি আমার পুজা কর
নৃশংস দানব আমি আমার পুজা কর

শুধু অর্থ আর ক্ষমতার লোভ আমায় করে বস
নৃশংস দানব আমি আমার পুজা কর
নৃশংস দানব আমি আমার পুজা কর
আমার এই ক্ষুধা মেটাতে রক্তের বন্যায় ভেসে যাবে
আমার এই রক্ত পিপাসা পারবে না থামাতে
তোমার সুখের অলঙ্করন নিমিষে ছিন্ন হতে
ক্রুব্ধ বোমা বিস্ফোরনি আমার কুচকাওয়াজ
মানুষ হয়ে জন্মেছি তবু তাতে কিছু হয়নি
ধর্ম কর্ম শিক্ষা শাস্ত্র সবই ছেড়ে দিয়েছি
শুধু অর্থ আর ক্ষমতার লোভ আমায় করে বস
নৃশংস দানব আমি আমার পুজা কর……
চক্রবদ্ধ হয়ে তুমি খোঁজ নিস্তার
আষ্টেপৃষ্ঠে বাঁধা তোমার সত্য আচার
বিশ্বাসের স্তম্ভ পড়ে ভেঙে দাও বারবার
ব্যর্থ চোখে দেখেও আশা জাগে তোমার
আশা জাগে তোমার………

Like us on Facebook.....
-> Loading Time :0.0045 sec