Shesh Train Lyrics & Tabs by Cryptic Fate

Shesh Train

guitar chords lyrics

Cryptic Fate

Album : SreshthoPlayStop

বিছানায় শুয়ে দেখি আমি আলো আধারির খেলা চারিপাশে
নিস্তব্ধ গোধুলিতে রাখাল ছেলের বাঁশি বেজে ওঠে
এই সুন্দর পৃথিবীকে চোখ দিয়ে দেখব না আর

মিশে যাব মাটির সাথে থাকবে না কিছুই আমার
নীল আকাশে মাটির সাথে মিশে রব
মাটির সাথে মিশে রব
মনে পরে সেই দিনগুলো আমার স্বপ্নে ঘেরা শৈশবকে
বন্ধুরাই যখন ছিল সব সারাদিন কাটত একসাথে
জীবনের এই শেষবেলায় ওরা কেনো এসে ভিড় জমায়
ভুলে থাকা সব ছবিগুলো ভেসে ওঠে স্মৃতির পাতায়
শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
দেশের ডাকে সারা দিয়ে সবাই মিলে গেলাম যুদ্ধেতে

শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
দেশের ডাকে সারা দিয়ে সবাই মিলে গেলাম যুদ্ধেতে
ফিরে এলাম শুধু আমি ওরা গেল শহীদ হয়ে
জীবনের এই শেষবেলায় ওরা কেনো এসে ভিড় জমায়
ভুলে থাকা সব ছবিগুলো ভেসে ওঠে স্মৃতির পাতায়
শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে

Like us on Facebook.....
-> Loading Time :0.0073 sec