Akromon Lyrics & Tabs by Cryptic Fate

Akromon

guitar chords lyrics

Cryptic Fate

Album : AkromonPlayStop

আঁধারে দেখবে না তুমি
বাতাসে শুনবে না ধ্বনি
অশনি সংকেতের মত

তোমাকে করব বিব্রত
আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সংগীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ

আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ
আজ আমি বাংলার হাতিয়ার
তোমাকে করছি হুঁশিয়ার
আর তুমি লুেকাবে কোথায়
তোমার যে হবে না রেহাই
আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সংগীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ
এই আজব দুনিয়ায়, বেঁচে থাকাই লড়াই
রক্তের বদলা রক্ত, এর মাঝে শান্তি খুজে পাই
মেরে তবে মরব ভাই
আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সংগীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ

More tracks of "Cryptic Fate"

Like us on Facebook.....
-> Loading Time :0.0090 sec