Phagoon Hawaie Hawaie Lyrics & Tabs by Arnob

Phagoon Hawaie Hawaie

guitar chords lyrics

Arnob

Album : Adheko GhumePlayStop

FAGUN HAWAY HAWAY (ফাগুন হাওয়ায় হাওয়ায়)
শিরোনামঃ ফাগুন হাওয়ায় হাওয়ায়
রবীন্দ্রসঙ্গীত

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
তোমার চাঁদের আলোয়

তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥

Like us on Facebook.....
-> Loading Time :0.0044 sec