Ami jodi Lyrics & Tabs by Arnob

Ami jodi

guitar chords lyrics

Arnob

Album : Rodh boleche hobePlayStop

শিরোনামঃ আমি যদি ডুইবা মরি
শিল্পীঃ অর্নব
কথাঃ অর্নব

সুরঃ অর্নব
অ্যালবামঃ রোদ বলেছে হবে
download/! Recently%20released%20album/!!
Arnob%20-%20Rod%20Boleche%20Hobe
আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে (২)
ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে

ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে…
ডুইবা গেলে মিইশা যাবো
যদি আমার মন হারে শেষে
ডুইবা গেলে মিইশা যাবো
ভাঙ্গা ঝিনুকের দেশে
রাত্রি হলে সাগর পারে
খুইজা হাতে নিবি শেষে……
ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে…
আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে…………

Like us on Facebook.....
-> Loading Time :0.0044 sec