Notun Shomoy Lyrics & Tabs by The Tree

Notun Shomoy

guitar chords lyrics

The Tree

Album : Notun ShomoyPlayStop

স্থব্ধ সকাল আগের মতো আমার ভেতর নিরব থাকে
এক মুঠো আকাশ স্থীর থাকে জানালার বাইরে ওপারে
অজস্র বাতাস বইতে থাকে আমার ভেতর মুছে দেই

সব ক্লান্তি, অতীত, গ্লানি আবার তোমাই ফিরে দেখাই
প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর
নতুন করে শেখাই বেচে থাকা ব্যস্ত শহর আকা আকা ছবিগুলো উড়ে উড়়ে যাই ভেষে
স্থব্ধ আমি চেয়ে থাকি দিগন্তের শেষে
বুঝিনা কোনো আবেগ আমার দরজায়
বন্ধ সময় আমাই বলে চেয়ে দেখো নতুন আলোয়
প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর
নতুন করে শেখাই বেঁচে থাক ব্যস্ত শহর প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর
নতুন করে শেখাই বেঁচে থাকা ব্যস্ত শহর (x২


More tracks of "The Tree"

Like us on Facebook.....
-> Loading Time :0.0049 sec