Iccher Akash Lyrics & Tabs by The Tree

Iccher Akash

guitar chords lyrics

The Tree

Album : Iccher Akash garage rock PlayStop

ইচ্ছের আকাশে এলোমেলো স্বপ্নেরা
ফিরে যাওয়ার আশায় মাতে
নেশার মত অবশ তুমি

আমার ভেতর জেগে থাকো
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
বেঁচে থাকার মানে খুঁজে ফিরি
তুমি আর তোমার চোখে
যতই লিখি তোমার প্রলাপ শুধু
আমি জাগি একই ভাবে
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
জানিনা আর তোমার মত তুমি
ফিরে দেখো অবিরাম আকাশ
এখনো কি হাঁসি তোমার ঠোঁটে

জানিনা আর তোমার মত তুমি
ফিরে দেখো অবিরাম আকাশ
এখনো কি হাঁসি তোমার ঠোঁটে
পুরনো আমার ক্যানভাসে

More tracks of "The Tree"

Like us on Facebook.....
-> Loading Time :0.0101 sec