E Gan Amar Lyrics & Tabs by Aurthohin

E Gan Amar

guitar chords lyrics

Aurthohin

Album : DhrubokPlayStop

তুমি আসলে আবার অন্যরূপে
তুমি বাসলে ভালো আমারে
আমার এ গান শুধু তোমায় নিয়ে

আমার এ মন শুধু তোমায় ভাবে
তবু কেন তুমি কাঁদো
এইতো আমি চেয়ে দেখো
তুমি নিলে আমায় আপন করে
একরাশ ভালোবাসা বুকে নিয়ে
তুমি নিলে আমায় আপন করে
একরাশ ভালোবাসা বুকে নিয়ে
আমার এ গান শুধু তোমায় নিয়ে
আমার এ মন শুধু তোমায় ভাবে
তবু কেন তুমি কাঁদো
এইতো আমি চেয়ে দেখো
আমিতো তোমারই জন্যই গেয়ে যাব গান

তবু কেন তুমি কাঁদো
এইতো আমি চেয়ে দেখো
আমিতো তোমারই জন্যই গেয়ে যাব গান
আমার এই হৃদয়ের মাঝে শুধু তোমারই নাম
আমিতো তোমারই জন্যই গেয়ে যাব গান
আমার এই হৃদয়ের মাঝে শুধু তোমারই নাম
আমার এ গান শুধু তোমায় নিয়ে
আমার এ মন শুধু তোমায় ভাবে
তবু কেন তুমি কাঁদো
এইতো আমি চেয়ে দেখো
তুমি আসলে আবার অন্যরূপে
তুমি বাসলে ভালো আমারে...

Like us on Facebook.....
-> Loading Time :0.0076 sec