Bedonar Chorabeli Lyrics & Tabs by Aurthohin

Bedonar Chorabeli

guitar chords lyrics

Aurthohin

Album : TrimatrikPlayStop

ইচ্ছার বাদশাহ আমি আবেগের দারওয়ান
সুখের পিপড়া আমি দুক্ষতে পালওয়ান
প্রজাপতি সুখী তুমি সাবধানে হয়রান

জগজিত্ দুখী আমি হতাশায় আলিশান
অজগর অলসতা শেওলায় জয়গান
নিঝুমের বাচালতা গান আর গান
সুখের অসুখ আমি অসুখের সুখ
বানচাল প্রতারণা নীহারি কাদূক
শীতের সকল বেলা রাজহাঁস জলকে নীল
তখন হয়তো মন বেদনার চোরাবালি
ভালোবাসা করনি সাগরে হারায় দীপ
অলস সরিস্রীপ মাতা পুত্র নির্ভীক
লেখালেখি উদাসীন নয় কারো পরাধীন
আমার মনের ভাবনা তুমিময় প্রতিদিন
শীতের সকল বেলা রাজহাঁস জলকে নীল

লেখালেখি উদাসীন নয় কারো পরাধীন
আমার মনের ভাবনা তুমিময় প্রতিদিন
শীতের সকল বেলা রাজহাঁস জলকে নীল
তখন হয়তো মন বেদনার চোরাবালি
শীতের সকল বেলা রাজহাঁস জলকে নীল
তখন হয়তো মন বেদনার চোরাবালি
শীতের সকল বেলা রাজহাঁস জলকে নীল
তখন হয়তো মন বেদনার চোরাবালি
শীতের সকল বেলা রাজহাঁস জলকে নীল
তখন হয়তো মন বেদনার চোরাবালি
ইচ্ছার বাদশাহ আমি আবেগের দারওয়ান
সুখের পিপড়া আমি দুক্ষতে পালওয়ান
অজগর অলসতা শেওলায় জয়গান
নিঝুমের বাচালতা গান আর গান
ইচ্ছার বাদশাহ আমি ইচ্ছার বাদশাহ আমি
ইচ্ছার বাদশাহ আমি ইচ্ছার বাদশাহ আমি

Like us on Facebook.....
-> Loading Time :0.0059 sec