Odekha Shwargo Lyrics & Tabs by Artcell

Odekha Shwargo

guitar chords lyrics

Artcell

Album : Charpotro progressive metal PlayStop

এই ঘরে ফেরা
নিজেকে ফিরে দেখা আয়নাতে
কার মায়ায়?

আঁধারে আলোছায়া আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা।
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।
যতবার জন্মেছি তোমারই আশাতে,
ততবারই আমার এ ফিরে চলা,
দূর থেকে দেখা আমার ভালবাসা।
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়

অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।
আমার ঘৃণা তোমাকে পোড়াবে না
দেখাবে স্বপ্ন,
আমার দুঃখ তোমারই আকাশে
মেঘ হয়ে কাঁদবে না,
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত
যত কষ্টের স্মৃতি,
তোমার জন্য বাঁচতে শেখাবে
মৃত্যু হয়ে ছোঁবে না,
কত মিথ্যে অভিনয়ে গড়া
এ জীবন অচেনা ছোঁয়ায়।
অজানা যে আকাশে ওড়ে
অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।

Like us on Facebook.....
-> Loading Time :0.0064 sec