Leen Lyrics & Tabs by Artcell

Leen

guitar chords lyrics

Artcell

Album : Oniket PrantorPlayStop

লীন জড়তায় নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে.
ভিজে সময় একা আঁধারে

ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে.
দূর বহুদূর থেমে থাকা আকাশে-
লীন আকাশে,
সাদাকালো মেঘ ভেসে যায় হারিয়ে-
নীলে হারিয়ে,
ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে-
ঝড়ো বাতাসে,
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে।


Like us on Facebook.....
-> Loading Time :0.0046 sec