Muthoy Aaj (Reprise) Lyrics & Tabs by Arnob

Muthoy Aaj (Reprise)

guitar chords lyrics

Arnob

Album : Khaad (Original Motion Picture Soundtrack) bangla PlayStop

মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ

দিতে পারি হাতের রেখা
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখা
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
দিতে পারি হাতের রেখা
আ হা... যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার...
এই তো সুযোগ

আ হা... যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার...
এই তো সুযোগ
যা আছে তা...
নিয়ে নাও
হিসেব কষতে বোসো না
যাবো কিনা
থাকবো কিনা
যেমন করে হাওয়া বয়
যেমন রাতের পর ভোর হয়
যেমন পাতা ঝরে
যেমন মানুষ মরে
সেই পথে যাও
অঙ্ক ছেড়ে
আজ এসো
কবিতা পড়াও
আআআ.
যা আছে তা নিয়ে নাও
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও

Like us on Facebook.....
-> Loading Time :0.0049 sec