Ei Sraabon Lyrics & Tabs by Rupam Islam

Ei Sraabon

guitar chords lyrics

Rupam Islam

Album : Baishey Sraabon (Original Motion Picture Soundtrack) under 2000 listeners PlayStop

(আমি কাঁটাতারেই সুখী,
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে,

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই |)
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো |
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো |
এই শ্রাবণ নেভাক আগুন, এই ফুটপাতের রাত |
এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত |
জল জমেছে, বুকের ভিতর, রোদের অভাবে |
সময় এলে পড়বে চুঁয়ে, নিজের স্বভাবে |
আমি কাঁটাতারেই সুখী,
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে,
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই |
এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে |

রাজি মিথ্যে নিতে,
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই |
এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে |
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে |
এই শ্রাবণ, বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে |
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে |
অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাবার ভয় |
ভাবলি কেন দুঃখ পাব, দুঃখ আমার নয় |
আমি কাঁটাতারেই সুখী,
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে,
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

Like us on Facebook.....
-> Loading Time :0.0061 sec