Dako Amar Naam Lyrics & Tabs by Cryptic Fate

Dako Amar Naam

guitar chords lyrics

Cryptic Fate

Album : DanobPlayStop

আর কত চিত্র দেখব আমি
অর্ধ নগ্ন দুনিয়ায়
আর কত মিথ্যা বেচবো আমি

এই শর্তসাপেক্ষ ভালবাসায়
কেনো তুমি ছাড়বে না
কেনো তুমি মান না
ভাসমান সত্যে ভেসে ভেসে গড়ে তুলো তোমারি মিথ্যা ইতিহাস
ঈর্শান্বিত চোখে তুমি চেয়ে দেখো বাকি সব শত প্রয়াস
হিংসারই খেলা খেলে তুমি ঠেলে দাও সবকিছু ধংসের পথে
তারপর নির্লজ্জ পশুর মত আসো কেনো ক্ষমা চেতে
হয়ে যাবে কাজ তুমি ভেব না
প্রতিদানে কি পাবে জানো না
ভেবে দেখো কোথা দিবে নাকি
আমারি সুখ তোমারি দুখে
ডাকো তুমি আমারই নাম

ভেবে দেখো কোথা দিবে নাকি
আমারি সুখ তোমারি দুখে
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়
পাষানের মন রবে চিরন্তন অনুভূতিহীন, বিলীন আশংকা হয়,
এই পরিচয় একদমই প্রবীন
এই অশালীন রাজ্যের মাঝে তুমি আসবে কেনো কি বা করতে চাও
এই সুখের জায়গা ছেড়ে কেন তুমি মিছে মিছি পুড়তে চাও
পুড়তে চাও
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়
আশ্রয়ের স্বপ্ন দেখো রক্ত হাতে, নিস্প্রাপ্তি পেতে আসো অন্য পথে
হয়ে যাবে কাজ তুমি ভেব না
প্রতিদানে কি পাবে জানো না
ভেবে দেখো কোথা দিবে নাকি
আমারি সুখ তোমারি দুখে
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়

Like us on Facebook.....
-> Loading Time :0.0096 sec