Anker Khata Lyrics & Tabs by Anupam Roy

Anker Khata

guitar chords lyrics

Anupam Roy

Album : Dwitiyo PurushPlayStop

কার্টেসিয়ান কো-অর্ডিনেটে আমরা ফ্রী
তুমি ফোর কমা জিরো, আমি জিরো কমা থ্রী।
আমাদের স্লোপ, নেগেটিভ খানিক,

তফাৎটা মেপে মাত্র পাঁচ ইউনিট।
পালিয়ে যেও না abscissa ধরে
আমিও আসছি নেমে জোর করে
তবে দেখা হোক অরিজিন-এ
নেব তোমাকে ঠিক চিনে
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক না।
অর্থগোনাল এই জীবন অর্থহীন
ঘুরে ঘুরে সার্কেলটাও উদাসীন
প্যারাবোলা দু হাত বাড়িয়ে পথ ভোলা
থাক বিছানাতে দাস-মুখার্জি খোলা।

ঘুরে ঘুরে সার্কেলটাও উদাসীন
প্যারাবোলা দু হাত বাড়িয়ে পথ ভোলা
থাক বিছানাতে দাস-মুখার্জি খোলা।
পালিয়ে যেও না abscissa ধরে
আমিও আসছি নেমে জোর করে
তবে দেখা হোক অরিজিন-এ
নেব তোমাকে ঠিক চিনে
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক।

Like us on Facebook.....
-> Loading Time :0.0054 sec