Aatotayee Lyrics & Tabs by Shironamhin

Aatotayee

guitar chords lyrics

Shironamhin

Album : ShironamhinPlayStop

সেদিন ঝড়ের রাতে, আততায়ী খুন্ হয়ে গেল প্রেমিকার হাতে
সেদিন মধ্যদুপুরে, স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।
অজস্র তারার ভীড়ে, দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট

অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,
বেপরোয়া উত্তাপে, ভেঙ্গেচুরে আততায়ী রাত।
রক্তেভেজা আসাদের শার্ট উড়ছে কফিশপে ঝাঁঝাঁলো বাতাসে
আততায়ী নিঃশ্বাস হাড়িয়ে গেছে নিয়তির ঠিক আশেপাশে …
সেদিন অন্ধ নগরে, guard of honor রক্তের দিনলিপি জাগিয়ে রাখে
এখনো ঝড়ের রাতে, বেপরোয়া হৃদয়ে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে …
যুদ্ধ আর বিপ্লব কি একইরকম অর্থ বোঝাতে পারে?
আততায়ীর দৃষ্টি শূণ্যের কাছাকাছি …
নীল নক্শায় আঁকা সম্ভাবনার কিছু অন্ধকারে
প্রেমিকার জ্বলে ওঠা সূতীক্ষ ফলায় রক্তের ফোয়ারা,
আসাদের শার্ট ছুঁয়ে দিতেও পারে …
তবে কি আততায়ী খুন হয়ে যাবে শীতল দুচোখের আজন্ম ভালোবাসার অভিসারে?

প্রেমিকার জ্বলে ওঠা সূতীক্ষ ফলায় রক্তের ফোয়ারা,
আসাদের শার্ট ছুঁয়ে দিতেও পারে …
তবে কি আততায়ী খুন হয়ে যাবে শীতল দুচোখের আজন্ম ভালোবাসার অভিসারে?

Like us on Facebook.....
-> Loading Time :0.0045 sec