Sei Bhalo &sei Bhalo Lyrics & Tabs by Subhamita Banerjee

Sei Bhalo &sei Bhalo

guitar chords lyrics

Subhamita Banerjee

Album : Gopano Kathati asia PlayStop

সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ॥
মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর--

থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।
গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা।
উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা--
না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো ॥

Like us on Facebook.....
-> Loading Time :0.0047 sec