Pajorer Bhanga Hawa Lyrics & Tabs by Tahsan

Pajorer Bhanga Hawa

guitar chords lyrics

Tahsan

Album : Uddeshho NeiPlayStop

আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে,
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতনে প্রাণে ।
পাজরের সেই হাড় হঠাত ব্যাথায় কাতর

সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে ।
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্থ আদি এই মানবের খেই
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই।
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এই প্রেম ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া ।
অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়

তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া ।
অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদি মানবিক ছলনায় নাকি প্রকোষ্ঠ বন্ধনী
আমি জেনেছি করে হেয়ালি
আমি দীপ্র সে আমারি ।
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্থ আদি মানবের খেই
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই।
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এই প্রেম ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া ।
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই।
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এই প্রেম ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া ।
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া ।
by fb/nill420

Like us on Facebook.....
-> Loading Time :0.0059 sec