Tobu Keno Lyrics & Tabs by Tahsan

Tobu Keno

guitar chords lyrics

Tahsan

Album : Compilation tahsan PlayStop

এ কেমন এলোমেলো সময়
কাক ভিজে আমাদের স্মৃতি ফিরে
আলোর সাথে চলমান ছায়া হয়ে

অজস্র শব্দ ফেরি করে
বলেছিলি রোদ হবে বৃষ্টি প্রতিদিন
তবু কেন সকাল সন্ধ্যা এতো রঙহীন লাগে
তবু কেন দৃশ্যপট এতো রঙহীন লাগে
আজ কোথাও শিরোনামে তুমি নেই
এ যেন এক অদ্ভুত ফেরারি নেশা
আজ কোন শব্দে তুমি নেই
এ যেন অধভুত মায়াবী নেশা
তবু কেন সকাল সন্ধ্যা এতো রঙহীন লাগে
তবু কেন দৃশ্যপট এতো রঙহীন লাগে

তবু কেন দৃশ্যপট এতো রঙহীন লাগে

Like us on Facebook.....
-> Loading Time :0.0065 sec