Oshamajik Lyrics & Tabs by Warfaze

Oshamajik

guitar chords lyrics

Warfaze

Album : Compilation rock PlayStop

জানালার বাহিরে দেখি কত রং কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
আসতেও চাইনা আমি বাহিরে মাঝে সবার

নিজেকেও ভাবিনা আমি তোমাদেরই আরেক জন
বিক্ষোভের ভাষা হারিয়ে উন্মাদ আমার মন
সবই মিছে তোমার তামাশা নিয়মের মুখোশে
হে সমাজ, আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকব সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়
কত বেশি বদলে গেছে, সমাজের রীতিনীতি হায়
স্বার্থের ভূষনে মেকী - সমাজ সেবক নেতার দল
অপরাধ সবারই আছে দেখে না দেখে সবাই
ঝঞ্ঝাট এড়িয়ে চলে সচকিত নাগরিক

স্বার্থের ভূষনে মেকী - সমাজ সেবক নেতার দল
অপরাধ সবারই আছে দেখে না দেখে সবাই
ঝঞ্ঝাট এড়িয়ে চলে সচকিত নাগরিক
একদিন হবে মোদেরই জয়, থাকবে না
আর মনে কারো কোন সংশয়
সেই দিন হবে পৃথিবী যে
আলো ঝরা হাসি গানে ভরা
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি করব নাকো আর ভয়
আমি ভাঙ্গতে চাই সেই রীতিনীতি
যেথা অন্যায় হয় স্বীকৃত
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকব সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়

Like us on Facebook.....
-> Loading Time :0.0051 sec