O Pashani Lyrics & Tabs by Asif Akbar

O Pashani

guitar chords lyrics

Asif Akbar

Album : Tumi shukhi houPlayStop

এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পোড়া মনে বার বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম ও পাষানী বিলে যাও কেন ভালোবাসোনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায় তোমারই প্রবঞ্চনায়... সেই হারানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমায়। ও পাষানী বলে যাও কেন ভালোবাসোনি ...। পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙ্গার বেদনায় কেন ভুলেছো আমাকে ... আমি ভুলিনি তোমায় ও পাষানী বলে যাও কেন ভালোবাসোনি ...।। Riad, SEU, CSE Mo.01917833953


Like us on Facebook.....
-> Loading Time :0.0052 sec