Nikrishto 2 Lyrics & Tabs by Aurthohin

Nikrishto 2

guitar chords lyrics

Aurthohin

Album : Aushomapto II bangla PlayStop

আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে আজ কেমন লাগছে?
বলেছিলাম এদিন আসবে

পুরনো গানে! পুরনো গানে!
তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো আয়নায় তুমি দাঁড়িয়ে
তোমার পেছনে, পাশে, সামনে
নেই কেউ আজ, নেই কোনখানে
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি আর শক্ত?
তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো

উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো
যতো মিথ্যে গল্প লিখেছিলে
যতো মূত্র চোখে ঝরিয়েছিলে
যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে
ভেবেছিলে কি সেসব আসবেনা ফেরত?
তুমি ভেবেছিলে হারাবো আমি ...এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি কি ভেবেছো সমাজ, সেন্সর বোর্ড
আমি গোনায় ধরছি এই গান লিখতে গিয়ে?
দেখাই তোমায় আমি মধ্যাঙ্গুলি
তুমি দুই পয়সার হ্যোর, তোমায় চুদিনা আমি
আমায় ফেলে গিয়েছিলে যেই বেজম্মার কাছে
তার থুথু খেতে কেমন লাগছে?
যেখানে দিয়েছিলাম তোমায় ভালোবাসা
সেখানে পেয়েছো তাচ্ছিল্য বেজম্মার
তুমি আমার থুথুর'ও অযোগ্য (ওয়াক্ থু)
তুমি নর্দমায় বীর্য-সিক্ত
তুমি থাকো ঐ পশুদের পাশে
যারা তোমায় নিয়ে পেছনে হাসে
কত অভিনয় করেছিলে তুমি
কতো লোভী চোখে মোর অর্থ গিলেছিলে
খেলাটা তো সবে হয়েছে শুরু
নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারেই
তুমি ভেবেছিলে হারাবো আমি... এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি মরে গেলেও আমি থামবো না
থাকবো দাঁড়িয়ে তোমার কবরের পাশে
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভেজাবো কবর আমি মূত্র দিয়ে
কারন তুমি অমানুষ... তুমি নিকৃষ্ট!

Like us on Facebook.....
-> Loading Time :0.0165 sec