Michhil Lyrics & Tabs by Shironamhin

Michhil

guitar chords lyrics

Shironamhin

Album : ShironamhinPlayStop

তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া…
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি।

তুমি আমার পথেরও শেষ; তুমি সর্বনাশী
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি।
চাইনা আমি বিত্ত সমাজ অর্থ অহংকার
জীবন মাঝে চাইনি বলে নিত্য হাহাকার
তুমি আমার পথেরও শেষ
আকাশ নীলে গ্রাসী
আমি তোমার স্বপনে ভাসি
আমি অনল দহনে থাকি।
মনরে বাঁধি কি দিয়ে ছাই, মনটা যে এক ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে, আপন মানুষ অন্য হাটে
তুমি আমার জলের আগুন, তুমি বিনে অনল ফাগুন

মনরে বাঁধি কি দিয়ে ছাই, মনটা যে এক ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে, আপন মানুষ অন্য হাটে
তুমি আমার জলের আগুন, তুমি বিনে অনল ফাগুন
ভাসি আমি বানের জলে, অপার জীবন দহন কলে
সময় সিদ্ধ, সময় সত্য, সময় পারাপার উম্মাত্ত
সময় বাঁধি কি দিয়ে আর একলা আকাশ এখন আমার
মনরে বাঁধি কি দিয়ে সাঁই
মনটা যে এক ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে, আপন মানুষ অন্য ঘাটে
তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া…
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি।

Like us on Facebook.....
-> Loading Time :0.0050 sec