Dhruboshor Lyrics & Tabs by Mechanix

Dhruboshor

guitar chords lyrics

Mechanix

Album : Rock 202 thrash metal PlayStop

ছায়াকে বিভক্ত হতে দেখেছি
রোদের অভাবে ছায়ার ভেতরে
সহিসের মৃত ঘোড়া ধীরে

পথের কবর শেষে
আমাকে বিভক্ত হতে দেখে
আমার পৃথক অস্তিত্ব নেই
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি আমার
কোনো পৃথক অস্তিত্ব নেই
ক্রোধের দাবানল ওখানে নিরন্তর
আমার শেকর খুঁজে পেয়েছিলে
সহস্র মৃতের ভেতর জ্বলে
আমার অস্তিত্ব আমার ঠিকানা
সহস্র নিপীড়িতের

সহস্র মৃতের ভেতর জ্বলে
আমার অস্তিত্ব আমার ঠিকানা
সহস্র নিপীড়িতের
চোখে আমার এই নামে
জ্বলছে এই আগুনে
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি আমার
কোনো পৃথক অস্তিত্ব নেই
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি আমার
কোনো পৃথক অস্তিত্ব নেই

More tracks of "Mechanix"

Like us on Facebook.....
-> Loading Time :0.0070 sec