Dhonodhanno Pushpo Bhora Lyrics & Tabs by Chirkutt

Dhonodhanno Pushpo Bhora

guitar chords lyrics

Chirkutt

Album : Jadur Shohor folk PlayStop

এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।।
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।

সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
ধন ধান্য পুষ্প ভরা
আমাদের এই বসুন্ধরা।
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশের সেরা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি
সে যে স্মৃতি দিয়ে ঘেরা।।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।।
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি

সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি
কুঞ্জে কুঞ্জে গাহে পাখী।
গুঞ্জরিয়া আসে অলী
পুঞ্জে পুঞ্জে ধেয়ে।
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।।
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
ভাইয়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ।
ও মা তোমার চরণ দুটি
বক্ষে আমার ধরি।
আমার এই দেশে তে জন্ম
যেন এই দেশে তে মরি।।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি।।
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

Like us on Facebook.....
-> Loading Time :0.0074 sec