Cafe Hillside Avenue Lyrics & Tabs by Bappa Mazumder

Cafe Hillside Avenue

guitar chords lyrics

Bappa Mazumder

Album : Janina Kon Montorey bangla PlayStop

এক পশলা বৃষ্টিতে
হেটে এলো মেয়েটি
ক্যাফে হিলসাইড এভিনিউ

ক্যাফে হিলসাইড এভিনিউ
কি এক বেদনায় এলোমেলো ভাবনায়
চোখ ছলছল কফির কাপ চুমুক
ক্যাফে হিলসাইড এভিনিউ
ক্যাফে হিলসাইড এভিনিউ
ক্যাফে হিলসাইড এভিনিউ
ভেজা চুল ভেজা মন
ভেজা ভেজা ভেজা কষ্টেরা
ভেজা চোখে ভেসে যায়
অভিমানী স্বপ্নেরা
সারি সারি পাহাড়ে
জমে থাকা বেদনা

অভিমানী স্বপ্নেরা
সারি সারি পাহাড়ে
জমে থাকা বেদনা
ওহো
কি এক বেদনায় এলোমেলো ভাবনায়
চোখ ছলছল কফির কাপ চুমুক
ক্যাফে হিলসাইড এভিনিউ
মেয়েটির অভিমান
মেঘেরা দলবেধে
গর্জনে গর্জনে
ঝরে যায় অবিরাম
নিঃসাড় পড়ে থাকে
নিদারুন বেদনায়
ওহো
কি এক বেদনায়
এলোমেলো ভাবনায়
চোখ ছলছল কফির কাপ চুমুক
ওওও
ক্যাফে হিলসাইড এভিনিউ
ক্যাফে হিলসাইড এভিনিউ
ক্যাফে হিলসাইড এভিনিউ

Like us on Facebook.....
-> Loading Time :0.0071 sec