Tal Tomal Lyrics & Tabs by Lalon Band

Tal Tomal

guitar chords lyrics

Lalon Band

Album : KhepaPlayStop

তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে
বন্ধু আমার বুনো হাওয়া

সুখ হইলো না প্রাণেতে ।
শহর নগর বন্দরে
ঘুরি আমি ঘুরি রে,
ভাব লাগেনা মনেতে
অভাবে দিন গেলো রে ।
সকাল দুপুর সন্ধ্যা গেলো,
সূর্য্য ঢেকে আধারে
নদী পাহাড় সাগরে
খুজি আমি কাহারে।
এখন কোন গল্প নাই
গল্পে কোন কথা নাই
দিনও মানে সূর্য নাই

এখন কোন গল্প নাই
গল্পে কোন কথা নাই
দিনও মানে সূর্য নাই
রাতে কোন চন্দ্র নাই ।
না হইলোনা কথা বলা
কি পরিবো গলেতে
গল্প করি কাহারে
কবে পাবো তাহারে ।
বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হলোনা প্রাণেতে
তাল তমালের বনেতে,
আগুন লাগে মনেতে ।

Like us on Facebook.....
-> Loading Time :0.0061 sec