Selucus Lyrics & Tabs by Towfique & Faisal Roddy

Selucus

guitar chords lyrics

Towfique & Faisal Roddy

Album : Rajotto bangladesh PlayStop

শৈশবের রাত্রি জাগা চ্যাপ্টা গোলাপ শালিক গোনা,
মনের মাঝে রঙ্গিন সুতো নকশি কাঁথা তোমায় বোনা,
অনেক বুঝে খুঁজে অনেক শালুক তুলে তোমায় দেয়া,

তোমার চুলের গভীর কালোয় হারিয়ে আমায় দেখা।
তবু হয়নি আজ বলা ভালবাসি তোমায় বলা,
শুধু একাকী রাত্রি জাগা
আঁধার।
আজ যাযাবর, ছন্নছাড়া
আজ অসহায়, আমি তুমি হারা
আজ বিবাগী, আমার একা চলা
সময়।
সে যে কখন চলে গেল আমার কৈশোর বেলা
জীবনেরই স্বপ্নেরা উপহাসে নিছক খেলা।
শুধু পলয়ের গপ্পো শুনি,
শুধু ভাঙ্গনের কেচ্ছা কাহিনী,

জীবনেরই স্বপ্নেরা উপহাসে নিছক খেলা।
শুধু পলয়ের গপ্পো শুনি,
শুধু ভাঙ্গনের কেচ্ছা কাহিনী,
আমি মানিনি আমি বিবাগী সেলুকাস।
আসবেনা জানি ফিরে সেই শৈশব,
পাব না খুঁজে ছেলেবেলা কৈশোর,
ভুলে যেতে চাই পারিনা,
আসবেনা জানি ফিরে সেই শৈশব,
পাব না খুঁজে কৈশোর,
ফিরে পেতে চাই খুঁজিনা।

More tracks of "Towfique & Faisal Roddy"

Like us on Facebook.....
-> Loading Time :0.0075 sec