Piyashi Mon Lyrics & Tabs by Miles

Piyashi Mon

guitar chords lyrics

Miles

Album : Probaho dub techno PlayStop

পলাতক হৃদয়ে ভাসে কার ছবি
সহসায় এলোমেলো যেন হয় সবই
ভুলে জীবনের চেনা বাঁধন

মনে জাগে আজ কেনো আলোড়ন
কি যে চায় এই মন
কি খোঁজে সারাক্ষণ
আমার পিয়াসী মন
কে যেন কানে কানে বলে
দাও সাড়া দাও সবই ভুলে
মনেরই পরিচিত বাঁকে
থমকে দাঁড়ালাম পিছু ডাকে
ভুলে জীবনের চেনা বাঁধন
মনে জাগে আজ কেনো আলোড়ন
কি যে চায় এই মন
কি খোঁজে সারাক্ষণ

মনে জাগে আজ কেনো আলোড়ন
কি যে চায় এই মন
কি খোঁজে সারাক্ষণ
আমার পিয়াসী মন
হৃদয়ে রিনিঝিনি বাজে
খেয়ালী কোন সুর ফিরে ফিরে
আমায় নিয়ে চলে দুরে
অজানা কোনো এক লোকালয়ে
ভুলে জীবনের চেনা বাঁধন
মনে জাগে আজ কেনো আলোড়ন
কি যে চায় এই মন
কি খোঁজে সারাক্ষণ
আমার পিয়াসী মন

Like us on Facebook.....
-> Loading Time :0.0082 sec