O Amar Mon Jamunar Ange Ange Lyrics & Tabs by Manna Dey

O Amar Mon Jamunar Ange Ange

guitar chords lyrics

Manna Dey

Album : Abhimane Chole Jeyo NaPlayStop

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে

দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
কবে আর আসবে সময়, বাসবে ভালো

ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
কবে আর আসবে সময়, বাসবে ভালো
হাসবে ময়ূর পঙ্খী ভেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে...
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে।
কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে...
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে।
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
মনের ঐ সোনা যে হয়, আনমনা গো,
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

Like us on Facebook.....
-> Loading Time :0.0106 sec