Mon Torey Lyrics & Tabs by Ornob

Mon Torey

guitar chords lyrics

Ornob

Album : King Kartobbya BimurPlayStop

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে... ঘুণে করলো জড়ো জড়
হায় মন রে...

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে...
(হায় রে...)
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে...
(হায় রে...)
তুই সে আমার মন
তিন তক্তার এই নৌকা খানি
(ও মন রে...)
গাঙে গাঙে চুয়ায় পানি
(হায় মন রে...)

(ও মন রে...)
গাঙে গাঙে চুয়ায় পানি
(হায় মন রে...)
তিন তক্তার এ নৌকা খানি
(ও মন রে...)
গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
(হায় রে...)
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে...
(হায় রে...)
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
(ও মন রে...)
স্বপ্ন দেইখা রইলি ভুলে
(হায় মন রে...)
আসি রাইতে ভবের মাঝারে
(ও মন রে...)
স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
(হায় রে...)
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে...
(হায় রে...)
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে...
(হায় রে...)
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
(by droidnafiz)

Like us on Facebook.....
-> Loading Time :0.0051 sec