Kono Ek Ulto Raja Lyrics & Tabs by Nachiketa Chakraborty

Kono Ek Ulto Raja

guitar chords lyrics

Nachiketa Chakraborty

Album : MukhomukhiPlayStop

কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা,

উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা।
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা।
বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমেনা।
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে।
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে।

উল্টো বুঝলি প্রজার দেশে।
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে।
সে দেশে...
করে পাস এম.এ, বি.এ, কেরানির জীবনযাপন,
করে পাস এম.এ, বি.এ, কেরানির জীবনযাপন
করে পাস এম.এ, বি.এ, কেরানির জীবনযাপন, রাজনীতি করলেরে ভাই, ডিগ্রীর কি প্রয়োজন
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন।
সে দেশে...
অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি-অর্থমন্ত্রী
দেশের শত্রু মাঝে প্রধান যিনি-প্রধানমন্ত্রী
সে দেশে.
ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা,
সে দেশে ধার করে ধার শোধে রাজা ধারের টাকা।
মরে ভূত হল মানুষ, লোক দেখানো বৈদ্দি ডাকা।।
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে,
সে দেশে.
অবহেলায়.
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি,
বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়িবাড়ি।
অবহেলায়.
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি,
বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়িবাড়ি।
আনন্দ.কি আনন্দ
আনন্দ.কি আনন্দ
আনন্দ.কি আনন্দ
এসে গেছে কোকাকোলা
গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা।
পায় না খেতে.
পায় না খেতে যারা গাইত খেয়াল, টপ্পা ঝানু
পায় না খেতে যারা গাইত খেয়াল, টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধনী রাম, শ্যাম আর কুমার পানু।
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে,
সে দেশে.
পারেনা ধরতে পুলিশ.
পারেনানা ধরতে পুলিশ সত্যি অপরাধী, যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে, নিচ্ছে টাকা লেকের ধারে পুজোর মুখে।
এদিকে ধর্ম.
এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল।
রাজা দেয়...
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা,
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা,
করেগা কচু, আসলে ব্যাটা পকেট ভারেগা।।
এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন. জানিয়ে দিও...
জানিয়ে দিও আমায় বলব সেই দেশের
কথা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ,,
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা।।।।।

Like us on Facebook.....
-> Loading Time :0.0073 sec