Kobita Porer Prohor Esechey Lyrics & Tabs by Samina Chowdhury

Kobita Porer Prohor Esechey

guitar chords lyrics

Samina Chowdhury

Album : Compilation under 2000 listeners PlayStop

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে

শাল মহুয়ার বনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে
রাতের নির্জনে
কবিতার সাথে চৈত্রের রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
কবিতার সাথে চৈত্রের রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে.
এই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে.
জোনাকীর আলো নিভে আর জ্বলে

এই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে.
জোনাকীর আলো নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে
রাতের নির্জনে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
তারে দেখে এই চোখ দুটি মেলে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
তারে দেখে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা চলে যাই
আঁধারের এ গান শুনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছ
রাতের নির্জনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে...
জোনাকীর আলো নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে...
কবিতা পড়ার প্রহর এসেছে
রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে
রাতের নির্জনে।

Like us on Facebook.....
-> Loading Time :0.0074 sec