Ekhon Onek Raat Lyrics & Tabs by Kumar Bishwajit

Ekhon Onek Raat

guitar chords lyrics

Kumar Bishwajit

Album : 30 Years of Musical JourneyPlayStop

এখন অনেক রাত
পৃথিবী ঘুমিয়ে গেছে
শুধু তোমার স্মৃতি নিদ্রাবিহীন

বুকে মোর জেগে আছে।।
পারি না বাঁচতে তোমাকে ছাড়া
চাই না মরতে ও জান তোমাকে ছাড়া।
কি যে কঠিন এ জ্বালা
তুমি ছাড়া এই দেহ নেই।।
কিছুতো একটা দাও না তুমি
হয়ত মালা নয় ধু ধু মরুভুমি।
কি যে আপন তুমি সারাটি হৃদয় জুড়ে।।

Like us on Facebook.....
-> Loading Time :0.0037 sec