Bhengchi Kete Dyakh Lyrics & Tabs by Anjan Dutta

Bhengchi Kete Dyakh

guitar chords lyrics

Anjan Dutta

Album : Bhalobasi TomaiPlayStop

কলঘরে কেউ বন্ধ করে দেয় যদি তোকে,
কিংবা বোকা পাঁঠা বলে দেয় যদি বকে,
কানের গোড়ায় মারলে পরে কান্না যখন পায়,

প্রাণটা খুলে গলা তুলে গাইবি তখন আয়…
ভেংচি কেটে দ্যাখ,
লেংচে হেটে দ্যাখ,
একটা ডিগবাজি,
পাচ্ছে হাসি খ্যাক….
ছেলেবেলায় করেছিলাম ইংরেজিতে ফেল,
ছাদে বন্ধ করে রাখে সারাটা বিকেল,
কাদঁতে কাদঁতে সন্ধ্যা নামল হঠাৎ কোন ফাঁকে,
একটা ভুত ও এসেছিল আকাশের থেকে,
বাই বাই করে তিনপাক ঘুরে ছাদের কার্নিশে,
আঠের বার হেচঁকি তুলে উনিশ বার কেশে,
বলল আমায় কানে কানে মন্ত্র শিখে নে,

বাই বাই করে তিনপাক ঘুরে ছাদের কার্নিশে,
আঠের বার হেচঁকি তুলে উনিশ বার কেশে,
বলল আমায় কানে কানে মন্ত্র শিখে নে,
এবার থেকে কান্না পেলে গাইবি গলা তুলে…
ভেংচি কেটে দ্যাখ,
লেংচে হেটে দ্যাখ,
একটা ডিগবাজি,
পাচ্ছে হাসি খ্যাক…
সেই থেকে আর কান্না আমার পায়না কিছুতেই
ভুতও গেছে মিলিয়ে কোথায়, গানটাতো আছে

Like us on Facebook.....
-> Loading Time :0.0093 sec