Smritigulo Lyrics & Tabs by Warfaze

Smritigulo

guitar chords lyrics

Warfaze

Album : AloPlayStop

সেই সুখ ছবি আজও ভেসে বেড়ায়
ঐ ঝাউ বনের নিরালায় এখনও
সেই সুখপটে শুধু আছ তুমি

আছ আমারই চেতনার মাঝে যে
ওওওও আমি পারিনা যে
ওওওও তোমায় ভুলে যেতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
বসে থেকে একা একা
শুন্য বুকেরই মাঝে যে
তোমায় খুঁজে বেড়াই ঐ নীল সীমানায়
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে

তোমায় খুঁজে বেড়াই ঐ নীল সীমানায়
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
(End)
Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Balam
Key-Shams
Bass-Biju
Drums-Tipu

Like us on Facebook.....
-> Loading Time :0.0068 sec