Shuprovat Lyrics & Tabs by Shironamhin

Shuprovat

guitar chords lyrics

Shironamhin

Album : Bondho JanalaPlayStop

একদিন হাঁটছি আমরা ক'জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর

ধুলোয় ধূসর আমরা ক'জন
এই সকালে, রাস্তায় হাঁটছি ……
সুপ্রভাত একদিন আমাদের ……
দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে
ধুলোময় দোকানে খবরের কাগজে ……
খেয়ালী কোলাহলে জমে ওঠে
শহরের রাজপথে যান্রিক কোন সুরে
এই ঝড়ো সংলাপে,
এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে ……
একদিন হাঁটছি আমরা ক'জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর

একদিন হাঁটছি আমরা ক'জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক'জন
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি ……
সুপ্রভাত একদিন আমাদের ….

Like us on Facebook.....
-> Loading Time :0.0067 sec