Purano Sei Diner Kotha Lyrics & Tabs by Shironamhin

Purano Sei Diner Kotha

guitar chords lyrics

Shironamhin

Album : RabindranathPlayStop

শিরোনামঃ পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রসঙ্গীত
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-
আবার দেখা হল, সখা, প্রাণের মাঝে আয়।।

Like us on Facebook.....
-> Loading Time :0.0072 sec