Prokrito jol Lyrics & Tabs by Arnob

Prokrito jol

guitar chords lyrics

Arnob

Album : Hok KolorobPlayStop

প্রকৃত জল খুজে বেড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত

জানলা তুমি আকাশ দ্যাখাও
আমরা কজন অথবা একাও
আমরা কজন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও
নীলের ভেতর নীল তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল।
প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা কজন অথবা একাও
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম

আমরা কজন অথবা একাও
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম

Like us on Facebook.....
-> Loading Time :0.0042 sec