Nadite Tuphan Ele Lyrics & Tabs by Jagjit Singh

Nadite Tuphan Ele

guitar chords lyrics

Jagjit Singh

Album : A Tribute to Ghazal Maestro - Jagjit Singh ghazal PlayStop

নদীতে তুফান এলে
কূল ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়

মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায়
নদীতে তুফান এলে
কূল ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায়
ফুলে তে ফাগুন এলে
ফোটে সে আগুন জ্বেলে
ডালে ডালে পাতায় পাতায়

ফুলে তে ফাগুন এলে
ফোটে সে আগুন জ্বেলে
ডালে ডালে পাতায় পাতায়
ফুলে তে ফাগুন এলে
ফোটে সে আগুন জ্বেলে
ডালে ডালে পাতায় পাতায়
মনেতে ফাগুন এলে
মন জ্বলে যায়
দেখানোর নেই যে উপায়
নদীতে তুফান এলে
কূল ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায়
আকাশে চাঁদনী আসে
আলোতে ভুবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায়
আকাশে চাঁদনী আসে
আলোতে ভুবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায়
মনে তে চাঁদনী এলে
মন আলো পায়
দেখানোর নেই যে উপায়
নদীতে তুফান এলে
কূল ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায়
নদীতে তুফান এলে
কূল ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায়

Like us on Facebook.....
-> Loading Time :0.0203 sec