Manush Pakhir Gaan Lyrics & Tabs by Black

Manush Pakhir Gaan

guitar chords lyrics

Black

Album : Abar alternative rock PlayStop

Tahsan's Lyrics- fb
এবার মুখোমুখি হলে কি কথা হবে?
কী মিথ্যের স্বপ্ন সাজাবে?

এর চে' বরং দুজনেই চুপচাপ থাকি
যেন দুটি পাখি
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির রাতে পাখিরা কোথায় থাকে
জান নাকি তুমি? কোথায় লুকায় তারা?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?

উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
কেন?

Like us on Facebook.....
-> Loading Time :0.0080 sec