Kadbo Bishshoye Lyrics & Tabs by Aurthohin

Kadbo Bishshoye

guitar chords lyrics

Aurthohin

Album : Kadbo Bishshoye bangla PlayStop

যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরানো মন্ত্রে

শেষ কথাগুলো শেষ
শেষ ব্যার্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দে দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে
যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরানো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ
শেষ ব্যার্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দে দুঃখে নয়

শেষ ব্যার্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দে দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যার্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাব আমরা এ দুজন
নতুন এক পৃথিবীতে তোমারই মত
গতির অভাবে সুখ থেমে যাবে না
হাত বাড়ালে কখনো অপ্রাপ্তি মিলবে না
হারিয়ে যাবার ভয় তোমায় ছুবে না
সময় কে পিছনে ফেলে এগিয়ে যাবো
আনন্দে দুঃখে নয়
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যার্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাব আমরা এ দুজন
নতুন এক পৃথিবীতে তোমারই মত

Like us on Facebook.....
-> Loading Time :0.0073 sec