Jabe Ki Tumi Lyrics & Tabs by Hridoy Khan

Jabe Ki Tumi

guitar chords lyrics

Hridoy Khan

Album : Hridoy Mix 2 bangladesh PlayStop

কি করে যে বলি এ হৃদয়
তুমি যে আমার
তোমাকেই চেয়েছি বারেবারে

বুঝাব কিভাবে আর!!
তুমি যে আমার সুখবারতা
ছুয়ে থাকো তুমি আমায়
ভালোবাসা মায়ায় ক্ষমায়য়।।
যতবার ভাবি তুমি যে আমার
কেঁদে যাই যে হারাবার সংকায়
ভালোবাসা কি এমনি সংকার
পাশে আছো তবু হারাবার ভয়ে
পেয়ে হারাবার দুর্ভাবনায়
কেন যে ঘিরে থাকো
কেন যে আমার এ জীবনের একি জড়তা
ছুয়ে থাক তুমি আমায়

কেন যে ঘিরে থাকো
কেন যে আমার এ জীবনের একি জড়তা
ছুয়ে থাক তুমি আমায়
ভালোবাসা মায়ায় ক্ষমায়।।
ভুলে যত এ মনের দুটানা
এসো আজ ছুয়ে দেখি জোছনা
ভাবনা যত ভাষা খুঁজে পাক
জমে থাকা অভিমান ধুয়ে যাক
মেঘ ছড়িয়ে স্বর্ণালী ভোর
ছুয়ে যাক তোমায় আমায়
চিরদিন তুমি বয়ে এনো সুখ বারতা
ছুয়ে থাকো তুমি আমায়
ভালোবাসা মায়ায় ক্ষমায়।।
uploaded by Sayem sadman

Like us on Facebook.....
-> Loading Time :0.0091 sec